দৈনিক পত্রিকার মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে। কারণ এর প্রিন্ট থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছা পর্যন্ত ছাপাখানার কর্মচারি, পত্রিকা বহনকারী ও হকারসহ অনেকেরই হাতের স্পর্শ লাগে।
বাঙালি এক আজব জাতি! ‘হোম কোয়ারেন্টাইনে’ আছে শুনে দলবেঁধে দেখতে যায়, হ্যান্ডশেক ও মহব্বতের কোলাকুলি করে। তেমনিভাবে মাস্ক কেনার সময়ও অনেকেই তা মুখে লাগিয়ে দেখেন, মুখে ভালেভাবে খাপ খাচ্ছে কি না। এভাবে পাঁচ-ছয়টা মাস্ক দেখে একটা পছন্দ করেন। এতে করে একজনের শরীরের জীবাণু বা করোনাভাইরাস ছড়ানো স্বাভাবিক অনেকেরই মাঝে। যদিও মাস্ক করোনা ভাইরাস ঠেকাতে পারে না।
বিশ্লেষকরা মনে করছেন, এভাবে চলতে থাকলে করোনাভাইরাস ছড়াতে বেশি সময় লাগবে না। একসময় দেখা যাবে, আমরা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য যে মাস্ক ব্যবহার করি, সে মাস্ক ব্যবহার করার কারণেই আমরা ভয়ঙ্ককর করোনাভাইরাসে আক্রান্ত হবো।
তাই তারা বলছেন, সবার করণীয় হচ্ছে- মাস্ক কেনার সময় পাঁচ ছয়টা মাস্ক ব্যবহার না করে প্রথম একটা দেখেই কিনে নেওয়া। এতে করে আমরা নিজেরাও নিরাপদ থাকব, অন্যরাও সুরক্ষিত থাকবে।
বাঙালি এক আজব জাতি! ‘হোম কোয়ারেন্টাইনে’ আছে শুনে দলবেঁধে দেখতে যায়, হ্যান্ডশেক ও মহব্বতের কোলাকুলি করে। তেমনিভাবে মাস্ক কেনার সময়ও অনেকেই তা মুখে লাগিয়ে দেখেন, মুখে ভালেভাবে খাপ খাচ্ছে কি না।
আবার অনেক সময় দেখা যায়, মুদি দোকান থেকে জিনিসপত্র কিনে টাকা দেওয়ার সময় মুখে মাস্ক থাকা সত্ত্বেও মুখ থেকে মাস্কটা খুলে আঙ্গুল দিয়ে জিহ্বা থেকে থুথু লাগিয়ে টাকা গুণে দেয়। ফলে সে ব্যাক্তি যদি করোনা আক্রান্ত হয়ে থাকে, এই টাকাগুলা যার যার হাতে যাবে সেই ব্যক্তিও আক্রাত হওয়ার ঝুঁকি থাকে।
অন্যদিকে দৈনিক পত্রিকার মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে। কারণ এর প্রিন্ট থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছা পর্যন্ত ছাপাখানার কর্মচারি, পত্রিকা বহনকারী ও হকারসহ অনেকেরই হাতের স্পর্শ লাগে।
আবির হোসাইন জসিম : সংবাদকর্মী
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]