শুক্রবার দুপুর ১২:৪৪, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

প্রবাসীদের আচরণ জঘন্য, অসভ্য

জাহাঙ্গীর আলম বিপ্লব

আমরা সারাক্ষণ সরকারকে গালমন্দ করি। আর নিজেরা এরকম বিবেকহীন অসভ্য হয়ে থাকি। ইউরোপের বিভিন্ন শহৱে দেখা যায়, বাঙালি বেশি এলাকার কি হাল? চারিদিকে ময়লা!

ইতালি ফেরত প্রবাসীদের আচরণ ছিল “জাতিগত চরিত্রের উৎকৃষ্ট উদাহরণ।” বিদেশ থেকে দেশে এলে অনেকেই নিজেকে নবাব মনে করে৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, যারা দেশে কিছু করতে পারে না অথবা অতিলোভী, তারা লাইন ধরে বিদেশে যায়৷বছর শেষে পয়সাকড়ি নিয়ে দেশে ফিরে আর বেশ ক’দিন গোবিন্দ স্টাইলে জামাকাপড় আর জুতা পরে ফুটানি মেরে আবার ফেরত যায়৷

এছাড়া অনেকে মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে এমন ভাব ধরে- একেকজন যেন ভিভিআইপি৷ হাজী ক্যাম্পের গেটে বিদেশ ফেরত প্রবাসীদের হাদুমপাদুম দেখে দীর্ঘশ্বাস ফেলি৷ ইতালি প্রবাসী যে লোকটা ‘আই ফাক ইউ মাদারল্যান্ড’ বলেছে, সে হল বাঙালির জাতিগত চরিত্রের উৎকৃষ্ট উদাহরণ (সবাই নয়)। হাজী ক্যাম্পে একদল পুলিশের উপর তেড়েফুড়ে আসে, তাদের পাঠানো রেমিট্যান্স দিয়েই নাকি আমরা বেঁচে আছি৷পুলিশ অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে।

বিদেশে যারা যায় তারা তো নিজেদের সুখ-সমৃদ্ধি-নিরাপত্তার জন্যেই যায়। দেশের উন্নতি করতে কেউ যেতে কখনো শুনিনি৷ তাদের পাঠানো টাকায় তাদের পরিবার বেঁচে থাকে, যেভাবে আমার পরিবার বেঁচে থাকে আমার রোজগারের উপর ভিত্তি করে৷ তাহলে কেমনে বলেন তাদের টাকা দিয়া দেশ চলে? আমৱা দেশে কি কাজ করি না? আমৱা কি সৱকাৱকে কর দেই না?

হাজী ক্যাম্পের গেটে বিদেশ ফেরত প্রবাসীদের হাদুমপাদুম দেখে দীর্ঘশ্বাস ফেলি৷ ইতালি প্রবাসী যে লোকটা ‘আই ফাক ইউ মাদারল্যান্ড’ বলেছে, সে হল বাঙালির জাতিগত চরিত্রের উৎকৃষ্ট উদাহরণ (সবাই নয়)।

ওদের অনেকেৱ পাঠানো টাকার কারনে ওদের শশুর-শাশুড়ি, অলস শালা-শালী, বউ-বউয়ের প্রেমিকরা ফুটানি করে; জিনিসপত্রের দাম যায় বেড়ে। ফলে দেশে সাধারণ আয়ের মানুষদের জীবন আরো দুর্বিষহ হয়ে ওঠে। আমার অবাক লেগেছে, ওদের কি বিশ্বপরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা নেই! ইউরোপ আমেরিকায় জরুরি অবস্থা জারি হয়েছে। সারা বিশ্বের ব্যস্ততম শহর, রাস্তা-ঘাট, পর্যটন স্থান জনমানব শূন্য। অনেক নগরী লকডাউন করে দিয়েছে। অন্য শহর থেকে তারা বিচ্ছিন। কোনো কোনো দেশে ঘরের বাইরে বের হলে জরিমানা করা হচ্ছে। এই সময় দেশেই ফিরতে হবে কেন? এত দেশপ্রেম কেন?

বিদেশ থেকে ফিরছেন- এমন ব্যক্তিদের প্রতিটা দেশে কোয়ারেনটাইন করা হচ্ছে। আমরা সারাক্ষণ সরকারকে গালমন্দ করি। আর নিজেরা এরকম বিবেকহীন অসভ্য হয়ে থাকি। ইউরোপের বিভিন্ন শহৱে দেখা যায়, বাঙালি বেশি এলাকার কি হাল? চারিদিকে ময়লা! বাঙালি ফুটপাতে দাঁড়ায়ে পানের পিক আর থুতু ফেলে রাখছে। সিগনাল ছাড়া রাস্তা পার হবে আর ময়লা ফেলবে এখানে সেখানে। রোমকেও ঢাকা ভেবে নোঙরা বানিয়ে রাখছে৷কিন্তু ভাবটা যে দেখায়!

প্রচুর বাসন মেজে এদেৱ আর স্বাভাবিক চিন্তার ক্ষমতা নেই। গরীব দেশের গরীব কোয়ারেন্টাইন? এত ফুটানি! তাহলে ইতালি থেকে গেলেই পারতো। দেশকে যে ফাঁক করতে চায়, দেশের উচিত সেই হারামজাদাকে জেলখানায় কিছুদিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো।

লেখকের ব্লগ

জাহাঙ্গীর আলম বিপ্লব: লেখক, সাংবাদিক

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ: জাহাঙ্গীর আলম বিপ্লব

[sharethis-inline-buttons]

Leave a Reply