শনিবার বিকাল ৫:০০, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

মানুষ কেন আত্মহত্যা করে

সোহাগ জাকির

পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর সুইসাইড করছে প্রায় দশ হাজার মানুষ! অর্থাৎ গড়ে প্রতিদিন ২৯জন!! সম্প্রতি বাংলাদেশের মেধাবীদের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৫ থেকে ২০১৭-এ মোট ১১ বছরে আত্মহত্যা করেছে ১৭ জন এবং ২০১৮ সালে আত্নহত্যা করেছে ৬ জন! এইটুকু একটা দেশে প্রতি ঘণ্টায় ১ জনের বেশি সুইসাইড করছে!

জাপানে ‘সি অফ ট্রি’ নামে একটা বন আছে, যেখানে কিছুদূর হাঁটলেই দেখতে পাওয়া যায়, গাছগুলোর ডালে মানুষের কঙ্কাল ঝুলছে। প্রতি বছর এখানে প্রচুর মানুষ সুইসাইড করতে আসে। কেউ কেউ অনেক দূরদেশ থেকে টাকা খরচ করে মরতে আসে। মানুষ নিরিবিলিতে মারা যেতে পছন্দ করে। মৃত্যুর জন্য এই জায়গাটি বেছে নেয় কেন? যেন কেউ কখনো খুঁজে না পায়।

মানুষ বড় অভিমানী। মনোবিজ্ঞানীরা বলছে, প্রতিটি সুইসাইডের রক্তে তিনটি জিনিস মিশে থাকে- ১. অভিমান, ২. হতাশা, ৩. আত্মবিশ্বাসের অভাব। পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর সুইসাইড করছে প্রায় দশ হাজার মানুষ! অর্থাৎ গড়ে প্রতিদিন ২৯জন!! (সূত্র : সমকাল ২৬ জানুয়ারি ১৮)। সম্প্রতি বাংলাদেশের মেধাবীদের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৫ থেকে ২০১৭-এ মোট ১১ বছরে আত্মহত্যা করেছে ১৭ জন এবং ২০১৮ সালে আত্নহত্যা করেছে ৬ জন! এইটুকু একটা দেশে প্রতি ঘণ্টায় ১ জনের বেশি সুইসাইড করছে!

এ পৃথিবীতে আপনার উপস্থিতি, আপনার মস্তিস্ক ও মানসিক শক্তির ব্যবহার অনেক বেশি প্রয়োজন। সেটা ব্যাবহার করুন। অভিমান করে চলে যাবার জন্য আপনার জন্ম হয়নি।

মানুষ কেন এত অভিমানী? একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে অফিস করলেন। ফেরার সময় মেয়ের জন্য জ্যামিতি বক্স কিনে আনলেন। রাতে খাবার খেয়ে নাটক দেখলেন। ঘুমানোর আগে স্ত্রীর সাথে ছোটখাট ঝগড়া হল। ঘণ্টাখানেক পর বিষ খেয়ে ফ্লোরে পড়ে আছে। এ ব্যাপারগুলো কেন ঘটে? মানুষ সাধারণত একটা বিশেষ ঘটনায় সুইসাইড করে না। এই রোগটি সে তার ভেতরে অনেক দিন থেকে লালন করে। মানুষের অনুভূতি অনেক বেশি শক্তিশালী, স্পর্শকাতর।

মানুষ কেন আত্মহত্যা করে? প্রতিটা মানুষই এক একজন জ্ঞানী-বিজ্ঞানী। আপনি চাইলেই ক্ষুদ্র কিছু হলেও সৃষ্টি করতে পারবেন। প্রতিটি মানুষই এক একজন লেখক, গায়ক, কবি, নেতা (দেখবেন কেউ কেউ আছে যারা আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মানছে), শিক্ষক, সেবক এবং একজন অপ্রতিষ্ঠিত মেধাবী।

এ পৃথিবীতে আপনার উপস্থিতি, আপনার মস্তিস্ক ও মানসিক শক্তির ব্যবহার অনেক বেশি প্রয়োজন। সেটা ব্যাবহার করুন। অভিমান করে চলে যাবার জন্য আপনার জন্ম হয়নি। সবচেয়ে কথা, একজন ধর্ষক, মাতাল, ঘুষখোর, বেশ্যা- প্রত্যেকেই প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবে। কিন্তু আত্মহত্যা আপনাকে প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ দিবে না।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply