শনিবার সন্ধ্যা ৭:১৬, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

বর্ষীয়ান নেতৃবৃন্দের নিকট আমাদের প্রত্যাশা

মোজাম্মেল হক

বর্ষীয়ান ব্যক্তি, জ্যেষ্ঠ রাজনীতিক ও নেতৃবৃন্দের নিকট থেকে চক্রান্ত ষড়যন্ত্র বহির্ভূত, আধুনিক ও যুগোপযুগী রাজনীতির পাশাপাশি সুন্দর, শোভন, উদার, মানবতাবাদী আচরণ প্রত্যাশা করি।

একজন রাজনীতিক যখন ছাত্রীদের দিয়ে মিথ্যা মামলা করার নির্দেশ প্রদান করেন, তখন তিনি নিজেকে গ্রাম্য নোংরা রাজনীতিকের স্তরে অবনমিত করেন। বর্ষীয়ান ব্যক্তি, রাজনীতিক, চিকিৎসক, মানবিক ক্রিয়াকর্মে যুক্ত মহানুভব মানুষরূপে তখন তাঁকে আর মান্য করা যায় না। তাঁর প্রতি সাধারণের শ্রদ্ধাবোধ থাকে না, উত্তরপ্রজন্ম তাঁর নিকট থেকে রাজনৈতিক শিষ্ঠাচার, সৌজন্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, পরমত সহিষ্ণুতা সর্বোপরি উদারতার বিপরীতে কূটকৌশল, সঙ্কীর্ণতা, অসহিষ্ণু, অনুদার দৃষ্টিভঙ্গীর শিক্ষাটাই গ্রহণ করে।

অন্য একজন জ্যেষ্ঠ রাজনীতিকের উক্তি- ‘১৯ সালের পরও তো দেশে আপনাদের থাকতে হবে। সেই কথাটা ভেবেই আপনারা দায়িত্ব পালন করবেন।’ সাংবিধানিক দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশনারদের প্রতি একজন ডাকাবুকো রাজনৈতিক নেতা এমন আচরণ বা উক্তি করতে পারলে আমরা সাধারণরা তাঁর নিকট থেকে কী প্রত্যাশা করবো? আমরা কি ভাগ্যহীন জাতি?

শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত জননন্দিত বিশ্ববিখ্যাত নেতারা কি বাঙালি ছিলেন না? তাঁরা কখনো কোনোকালে প্রতিপক্ষ রাজনীতিক বা শক্তিকে ঘায়েলের উদ্দেশে মিথ্যা তথ্য দিয়েছেন অথবা ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করেছেন, এমন ঘটনা ইতিহাসে পাওয়া যায় না। কিংবা কোনো অশালীন উক্তি করেছেন, অসহিষ্ণু আচরণের মাধ্যমে কারো বিরক্তির উদ্রেক করেছেন এমনও শোনা যায় না।

তাই, বর্ষীয়ান ব্যক্তি, জ্যেষ্ঠ রাজনীতিক ও নেতৃবৃন্দের নিকট থেকে চক্রান্ত ষড়যন্ত্র বহির্ভূত, আধুনিক ও যুগোপযুগী রাজনীতির পাশাপাশি সুন্দর, শোভন, উদার, মানবতাবাদী আচরণ প্রত্যাশা করি।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply