বাচ্চাদের নিরাপদ সড়কের আন্দোলনের সময় আমরা দেখেছি, তারা কীভাবে এসকর্ট করে এ্যম্বুলেন্স, অসুস্থ রোগী বহনকারী রিক্সা সহ জরুরি কাজে নিয়োযিত অনেক যানবাহন ব্যাড়িকেডের মধ্যেও কীভাবে পার করে দিয়েছে গন্তব্যে পৌছানোর জন্য। এখানেই সভ্য এবং অসভ্যদের পার্থক্য। একটা সভ্যদের আন্দোলন আর অন্যটা অসভ্যদের।
সরকার সমর্থিত খান সেনাদের অবরোধ চলছে। সরকার সমর্থিত বললাম এ জন্যে, কারণ এই অবরোধে সরকার কোথাও জননিরাপত্তার কথা বলে পুলিশ মোতায়েন করেনি। এ আন্দোলনে আন্দোলনকারী খান সেনারা সাধারণ যাত্রীদের মুখে এবং শরীরে পোড়া মবিল লাগিয়ে দিচ্ছে। বাদ যায়নি স্কুলের ছেলেমেয়ে, প্রাইভেট গাড়ি, মোটরসাইকেল আরোহী এমনকি এ্যম্বুলেন্সও। কোনো রকম পুলিশী বাধা ছাড়াই এরা এদের বর্বরতা চালাচ্ছে।
এবার একটু পেছন ফিরে যাই। বাচ্চাদের নিরাপদ সড়কের আন্দোলনের সময় আমরা দেখেছি, তারা কীভাবে এসকর্ট করে এ্যম্বুলেন্স, অসুস্থ রোগী বহনকারী রিক্সা সহ জরুরি কাজে নিয়োযিত অনেক যানবাহন ব্যাড়িকেডের মধ্যেও কীভাবে পার করে দিয়েছে গন্তব্যে পৌছানোর জন্য। এখানেই সভ্য এবং অসভ্যদের পার্থক্য। একটা সভ্যদের আন্দোলন আর অন্যটা অসভ্যদের।
এবার আরেকটু পেছনে ফিরে যাই। ২০১৪-১৫ সালের জ্বালাও পোড়াওয়ের মধ্যে দুই ধরনের ঘটনা আমরা লক্ষ্য করেছিলাম। যাত্রীসহ গাড়িতে আগুন লাগানো হচ্ছিল। কোথাও কোথাও পুলিশ এবং বিজিবির পাহারার মধ্যেও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছিল সাধারণ মানুষ। আর অন্যদিকে কোথাও কোথাও যাত্রীদের নামিয়ে শুধু গাড়িতে দেয়া হচ্ছিল আগুন। সেক্ষেত্রে যানবাহনের ক্ষয়ক্ষতি হলেও মানুষের জীবনহানী হয়নি একটুও। আমি তখন সিলেটে ছিলাম। একদিন সকালে সিলেটের হেতিমগঞ্জে একসাথে দুই ধরনের আগুন লাগিয়ে দেয়া স্বচক্ষে দেখেছি। একটা থেকে অন্যটার দুরুত্ব ২ কিলোমিটারের মতো। এলাকার লোকজনের সাথে কথা বলে জেনেছিলাম, যাত্রীসহ বাসে আগুন লাগানোর ঘটনা কারা ঘটিয়েছিলো।
এই অভদ্র, অমানুষ, লাশের রাজনীতি করা রাজনৈতিক দলটি সম্পর্কে জানতে গিয়ে যত পেছনে যাবেন, ততই শিউরে উঠার মতো ঘটনা জানতে পারবেন। প্রকাশ্যে ঘোষণা দিয়ে পিটিয়ে মানুষ মারা, বাবা মার সামনে সন্তানকে গুলি করে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে মারা, বাবার হাতে নিহত সন্তানের মাথা কেটে নেয়া, শরীরের বিভিন্ন অংশ কেটে লবন লাগিয়ে যন্ত্রণা দিয়ে বিরোধী মতের মানুষকে মেরে ফেলা, জীবন্ত পুড়িয়ে মারা, ধর্ষণ, লুটপাট এমন কোনও অপকর্ম নাই যা এই অমানুষ, বর্বর রাজনৈতিক দলটি করেনি।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]