শনিবার রাত ৮:১৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

বস্তুগত প্রাপ্তিই অকৃজ্ঞতার কারণ

মোহাম্মদ ইসলাম

আমরা হামেশাই দেখি, বস্তুগতভাবে কিছু পেয়েই মানুষ অকৃতজ্ঞ হয়। যেমন খন্দকার মোশতাক বেঈমানি নাকি করলেন মুজিবের সাথে। আবার মুজিব করলেন বাঙালি জাতির সাথে। এখন আবার বর্তমানে জনগনের ইচ্ছা-অনিচ্ছার তোয়াক্কা না করে শেখ হাছিনা জনগনের বিরুদ্ধে দাঁড়ালেন।

গড ইজ দা ওয়ান হু এনলাইট য়ু। বস্তুগত গডকে কি দুনাল্লাহ বলা হয়? আর অবস্তুগত যিনি তাঁকে মেজোরিটি জানে যে তিনি দৃশ্যমান জগতে বায়ুমন্ডলে কোনো এক স্তরে থাকেন। অপরদিকে আমরা মনে করি ব্যক্তির মানসিক জগতটাই আসমান। আর এখানকার মহারাজার নাম বাংলায় ‘বিবেকবাবা’। আরবীতে আল-ইলাহা-আল্লাহ।

আপনার জব নাই, কর্ম সংস্থান নাই। আপনাকে তখন কেউ অর্থোপার্জনের সুযোগ সৃষ্টি করে দিল। আপনি তাকে বলেন মালিক। আপনার অর্থ-বিত্ত-যশ-খ্যাতি সবই আছে। কিন্তু আপনি অন্ধকার জগতে। সঠিক নির্দেশনার অভাবে আলোর দেখা পাচ্ছেন না। আলোর অভাব। জ্ঞানের অভাব। আপনাকে কেউ সরল ও শুদ্ধতার জ্ঞান দিল। আপনার ভেতরে চাপা থাকা বিবেক জেগে উঠল। আত্মিক পরিশুদ্ধতার মাধ্যমে আপনি তখন সর্বক্ষণ আপনার বিবেককে স্মরণে রেখে কাজ করে যান। অকৃতজ্ঞ হবার ক্ষেত্র এই প্রেক্ষাপটে নেই।

কিন্তু আমরা হামেশাই দেখি, বস্তুগতভাবে কিছু পেয়েই মানুষ অকৃতজ্ঞ হয়। যেমন খন্দকার মোশতাক বেঈমানি নাকি করলেন মুজিবের সাথে। আবার মুজিব করলেন বাঙালি জাতির সাথে। এখন আবার বর্তমানে জনগনের ইচ্ছা-অনিচ্ছার তোয়াক্কা না করে শেখ হাছিনা জনগনের বিরুদ্ধে দাঁড়ালেন। অবশ্য হাছিনার এই টার্মে প্রধানমন্ত্রিত্বের জন্যে জনগনের হাত না থাকলেও তাঁর পারিষদ যে লুটপাট ও গুণ্ডমিতন্ত্র চালিয়ে যাচ্ছে, সেটা জনগনের টাকা ও সার্বভৌমত্ব। এ সরকার সবার সাথে বেঈমানি করে যাচ্ছে। জনগনের প্রতি কৃতজ্ঞ থাকছে না।

আপনিও কি আপনার মা-বাবা বা যিনি আর্থিক সহযোগিতা করেছেন, কোনো না কোনো কারণ বের করে নিজেকে ডিফেন্ড করছেন? তার প্রতি অকৃতজ্ঞতা দেখাচ্ছেন?

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply