শুক্রবার সন্ধ্যা ৭:১৮, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

জীবনের ট্রাজেডি নিজেকে অসুখী ভাবা

আব্দুল হাকিম বাদশা

অসহায়ত্বের কাছে কখনোই হার মানবেন না। দুর্বলতা জয় করবেন প্রতিবাদ দিয়ে । দেশ স্বাধীন করতেও সংগ্রাম করতে হয়েছে। সুতরাং আপনার মন ও জীবনে স্বাধীনতা আনতে হলে সংগ্রাম আপনাকেই করতে হবে।

আমাদের জীবনের একটা বড়ো ট্রাজেডি হচ্ছে, আমরা নিজেকে অসুখী ভাবি। কিন্তু অসুখী মনকে সুখী করার জন্যে চেষ্ঠা করি না। সত্যিকারের সুখ থেকে নিজেকে বঞ্চিত রেখে ভাবি- এটাই ভাগ্য। অথচ জীবন এমনই এক যাত্রা- আর এই যাত্রাপথের পথিক আমরা সবাই।

আপনার জীবন আপনি কিভাবে বাঁচাবেন, কিভাবে সাজাবেন সেটা নির্ভর করে আপনার উপর। আপনি চাইলে নিস্তেজ, বিরক্তিকর, অসহনীয় করে রাখতে পারেন। চাইলে আবার একে রংতুলির রং দিয়েও আঁকতে পারেন।

অসহায়ত্বের কাছে কখনোই হার মানবেন না। দুর্বলতা জয় করবেন প্রতিবাদ দিয়ে । দেশ স্বাধীন করতেও সংগ্রাম করতে হয়েছে। সুতরাং আপনার মন ও জীবনে স্বাধীনতা আনতে হলে সংগ্রাম আপনাকেই করতে হবে।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply