নেত্রকোনার দুর্গাপুরে মেলায় কমিউনিষ্ট নেতাকে “চিরঞ্জীব” আখ্যায়িত করে দেয়াল লিখন : দর্শনার্থীদের তীব্র ক্ষোভ
নেত্রকোনার দুর্গাপুরে প্রতি বছর কমিউনিস্ট নেতা মণিসিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। এ বছরও জানুয়ারির ১ তারিখ থেকে দুর্গাপুর বাগিচা পাড়ায় সাত দিনব্যাপী মেলা শুরু হয়েছে।
কিন্তু গতকাল মেলার পঞ্চম দিনে মেলায় গিয়ে দেখা যায়, মেলার মূল মঞ্চের ডানপাশের একটি দেয়ালে বড় করে লালরঙ দিয়ে “চিরঞ্জিব কমরেড মণিসিংহকে লাল সালাম” লেখা। যা ইতিম্যেই মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করেছে।
মানুষজন এর তীব্র সমালোচনা করে বলছেন, কোনো মানুষ, বস্তু কিংবা পদার্থ কি চিরঞ্জীব হতে পারে? একই সাথে তারা এই দেয়াল লিখন মুছে ফেলারও দাবি জানান। এ বিষয়ে মেলা কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
জুনায়েদ আহমেদ : স্টাফ রিপোর্টার
ক্যাটাগরি: প্রধান খবর, শীর্ষ তিন
[sharethis-inline-buttons]