সোমবার বিকাল ৩:৪৮, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে নভেম্বর, ২০২৪ ইং

ছাত্রলীগ হঠাতে ছাগুবন্দনা

বিজয় রায় অনিক

লাগাম টেনে ধরতে গিয়ে যদি ছাগুদের পিছে দৌড়ান, নিজেদের একটা অবস্থান এই সময়েও করে নিতে না পারেন, তাহলে আপনাদের ব্যর্থতাটা কোথায় সেটাও তো বোঝা উচিত।

রাশেদ নুরুদের পিছে গিয়ে ছাত্রলীগ হঠাতে হবে- এই রাজনীতিতে যারা বিশ্বাস করেন, তাদের আমার পক্ষ থেকে ছোট বাবুর খাড়া করা স্যালুট! যারা কথায় কথায় “১৯৭১ দেখে নাই, কিন্তু ২০১৯ সালের ছাত্রলীগের নির্যাতন দেখেছে” বলে, যাদের ২০১৩ সালের ফেসবুক স্ট্যাটাস দেখলেই বুঝা যায় তারা কারা, তাদের বর্তমান ‘অসাম্প্রদায়িক আচরণ’ চাইলেও ঢেকে রাখতে পারে না, তাদের পিছেই যেহেতু আপনাদের মতো প্রগতিশীলরা দৌড়ায়, তখন আওয়ামী লীগের মতো বৃহৎ দলের ধর্মীয় নেতাদের সাথে কৌশলী হয়ে দাবি দাওয়া মেনে দেশ পরিচালনা করাটা অস্বাভাবিক না।

কিন্তু আপনারা তো নিজেদের সব থেকে বড় বুদ্ধিমান, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ভাবেন। ছাত্রলীগের অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেন এবং খুব কড়াভাবেই সমালোচনা করেন- এসবে আমার কোনো আপত্তি নাই। ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল মিটিং সবই করুন। ছাত্রলীগকে চাইলেই তো আর হঠাতে পারবেন না! কারণ এটা কোনো চুনোপুঁটি সংগঠন না। তবে তাদের লাগাম টেনে ধরতে পারবেন- এটা আমি বিশ্বাস করি।

যতদিন না নিজেরা সংঘটিত হতে পারবেন, ততদিন আপনাদের কেউ পুছবে না। ওই প্রেসক্লাব, অমুক তমুক মোড়ে ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা, লংমার্চ আর গরম ধোয়া উঠা চায়ের কাপে চুমু দিয়ে সিগারেটের ধোয়ার ফুলকি পাকানো- এসব দিয়ে বিপ্লবের নামে বড়জোর স্বপ্নদোষ হতে পারে।

এই লাগাম টেনে ধরতে গিয়ে যদি ছাগুদের পিছে দৌড়ান, নিজেদের একটা অবস্থান এই সময়েও করে নিতে না পারেন, তাহলে আপনাদের ব্যর্থতাটা কোথায় সেটাও তো বোঝা উচিত। অন্যের ঘাড়ে বন্দুক রেখে ট্রিগার চাপার হিসাব বাদ দিয়ে নিজেরা সংঘটিত হওয়ার চেষ্টা করুন। পাড়ার মোড়ে চারজনের জটলা দেখলেই বিপ্লব করে ফেলবেন, বিপ্লবের ডাক দিবেন, একাত্মতা প্রকাশ করবেন- এইসব থেকে বের হয়ে আসেন।

যতদিন না নিজেরা সংঘটিত হতে পারবেন, ততদিন আপনাদের কেউ পুছবে না। ওই প্রেসক্লাব, অমুক তমুক মোড়ে ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা, লংমার্চ আর গরম ধোয়া উঠা চায়ের কাপে চুমু দিয়ে সিগারেটের ধোয়ার ফুলকি পাকানো- এসব দিয়ে বিপ্লবের নামে বড়জোর স্বপ্নদোষ হতে পারে।

বিজয় রায় অনিক : শিক্ষার্থী

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply