সজীব ওয়াজেদ জয় বলেছেন, 'যে সাংবাদিকদের মিথ্যা সংবাদ ছাপানোর উদ্দেশ্য নেই, তাদের ভয়ের কিছু নেই'।
সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘যে সাংবাদিকদের মিথ্যা সংবাদ ছাপানোর উদ্দেশ্য নেই, তাদের ভয়ের কিছু নেই’।
সংবাদটি দেখে ছাত্র জীবনে মাদ্রাসার কানুন শোনানোর মজলিসের কথা মনে পড়ে যায়। বিশেষ করে প্রিয় উস্তাদ মাওলানা মামুনুল হকের একটি উক্তি। রাহমানিয়ার আট বছরের মধ্যে প্রায় প্রতি বছরই হুজুর কানুন শোনানোর মজলিসে কথাটি বলতেন। তিনি বলতেন, ’এসব কানুন ওই সকল ছাত্রদের জন্য, যারা নিয়ম মানে না। আর যারা নিয়ম মানে তাদের জন্য এ কানুন কঠিন কিছু নয়।’
মাদ্রাসার কানুন শুনতে শুনতে যখন ক্লান্ত হয়ে যেতাম, তার কথাটি মনে একটি প্রশান্তি ছড়িয়ে দিতো। যাক, আমি অন্তত এ আইনের বাইরে। কারণ, আইন মানা ছাত্র হিসেবেই রাহমানিয়ায় আট বছর কাটিয়েছি। ফলে এসব আইন পালনে তেমন বেগ পোহাতে হয়নি।
সজীব ওয়াজেদ জয় ও প্রিয় উস্তাদের দুটি কথাই সত্য ও বাস্তব। তবে জয়ের কথা সত্য হলেও মতলব খারাপ। ডিজিটাল আইনের কয়েকটি ধারাই সাংবাদিকদের টুটি চেপে ধরার জন্য করা হয়েছে। এসব সত্য ও সুন্দর কথা বলে ফ্যাসিবাদী ধারাকে ভিন্নরূপ দেওয়ার চেষ্টা মাত্র। এসব বুঝার মতো ক্ষমতাও এ দেশের সাংবাদিকদের রয়েছে। .
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]