বগল বাজানেওয়ালারা এতটাই খুশি হলো, নেংটি খুলে গেলেও হুঁশ হয়নি যে তারা সম্ভ্রম হারাচ্ছে।
‘মিয়ানমারের মানচিত্রে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বিপপুঞ্জ’! হ্যাঁ, এখন এটাই সত্য। ভুল তো বাংলাদেশ করেছে, যখন সমুদ্রসীমা নির্ধারণ করার সময় সেন্ট মার্টিনকে বেস ধরা হয়নি। তখনই আমি বলেছিলাম, আমরা সেন্ট মার্টিন হারালাম। আমাদের গাধারা বিষয়টির গুরুত্ব বুঝতেই পারেনি।
সেন্ট মার্টিনকে বেস ধরা হলে আমরা সমুদ্রসীমা বিরোধের রায়ে আরো অনেক বেশি এলাকা পেতাম। কিন্তু বগল বাজানেওয়ালারা এতটাই খুশি হলো, নেংটি খুলে গেলেও হুঁশ হয়নি যে তারা সম্ভ্রম হারাচ্ছে।
এখন মিয়ানমার শক্ত অবস্থান নেবে, ঐ সমদ্র জয়ের রায়কে উল্লেখ করে। মিয়ানমার এ কাজ না বুঝে ভুলে করেছে- এমন যদি আমাদের গাধাদের কেউ মনে করে, তবে তাদের আরো ইতর শ্রেণির মনে করতে হবে।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]