বুধবার দুপুর ১:৫০, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে নভেম্বর, ২০২৪ ইং

রাস্তায় হরেক রকম মানুষ

ফাহমিদা আক্তার

একজন সচেতন নাগরিক হিসাবে আমরা যতটা সম্ভব ফুট ওভার ব্রীজ ব্যবহার করার চেষ্টা করবো। ফুট ওভার ব্রীজ না থাকলে নিজে সাবধানে রাস্তা পার হবো এবং অন্যকেও সাহায্য করবো। একেবারেই অপারগ হলে ট্রাফিক পুলিশ বা অন্য পথচারীর সাহায্য নিবো।

রাস্তায় বের হলে আমি মানুষ দেখি। হরেক রকম মানুষ। অবাক হয়ে দেখি, বিভিন্ন ধরনের অনুভূতি হয় ভিন্ন ভিন্ন মানুষ দেখে। চেষ্টা করবো প্রতিদিন একটা করে অনুভূতি শেয়ার করতে। আজ বলবো রাস্তা পারাপার নিয়ে।

কিছু লোক রাস্তা পার হতে গেলে এমন খিঁচে দৌড় দেয়, যেনো তাদের পিছনে পাগলা কুকুর লেগেছে বা তারা কোনো দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। যে করেই হোক, দৌড়ে জিততেই হবে।

কিছু লোক আবার এমনভাবে রাস্তা পার হয়, যেন বাড়ীর বারান্দায় বা উঠানে হেঁটে বেড়াচ্ছেন। বিভিন্ন গাড়ির বা রিক্সার হর্ণ তাদের কানের পর্দায় কম্পন সৃষ্টি করে না বা করলেও তারা তা অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন।

এই দুই দলে নারী পুরুষ উভয়ই আছে, তবে দ্বিতীয় দলে মানে আরামে হাঁটার দলে আমি দেখলাম নারীরাই বেশী। এখন কোনো এক্সিডেন্ট হলে আমরা সবাই গাড়ি ভাংচুর করি, ড্রাইভারকে গনধোলাই দেই। কিন্তু কেউ কখনো জানতে চাই না, আসল দোষটা কার?

সচেতনতা : একজন সচেতন নাগরিক হিসাবে আমরা যতটা সম্ভব ফুট ওভার ব্রীজ ব্যবহার করার চেষ্টা করবো। ফুট ওভার ব্রীজ না থাকলে নিজে সাবধানে রাস্তা পার হবো এবং অন্যকেও সাহায্য করবো। একেবারেই অপারগ হলে ট্রাফিক পুলিশ বা অন্য পথচারীর সাহায্য নিবো।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply