নিজের দায়ভাগ নিজের। অাল্লাহ ছাড়া মনুষ্যজাতির উপর ভরসা করা ভয়ানক বোকামি
অাপনি চুপচাপ, কোলোহল অপছন্দ, ঝগড়া থেকে দূরে থাকেন, একা থাকতে ভালো লাগে, গায়ে পড়ে কথা বলেন না; মোটকথা একা থাকার সময়টা দারুণ উপভোগ করেন।
অাপনি অাত্মনির্ভরশীল। বেশ ভালো। একা থাকা নিয়ম হয়ে গেছে অাপনার। খুব ভালো। দুর্ভাগ্যক্রমে কখনো কারও উপর নির্ভরশীল হয়ে পড়লেন, একনিষ্ঠভাবে তাকে নিয়ে ভাবছেন, প্রাণভরে চাইছেন- মানুষটা একাকীত্ব দূর করুক, পাশে থাকুক। কিন্তু বিপরীত হচ্ছে। সেই মানুষটা অত্যন্ত নম্রমুখে অাপনাকে অবহেলা করছে, দারুণ কৌশলে এড়িয়ে যাচ্ছে, কথার মারপ্যাঁচে পাক্কা মিথ্যুকের মতো অভিনয় করে যাচ্ছে প্রতিনিয়ত এবং সেটা স্পষ্ট বুঝতে পারছেন অাপনি; ঠিক সেই সময় নিজেকে চূড়ান্ত পর্যায়ের অসহায় মনে হবে অাপনার।
অনেকটা নিঃস্ব যাযাবরের মতো। এজন্যই- নিজের দায়ভাগ নিজের। অাল্লাহ ছাড়া মনুষ্যজাতির উপর ভরসা করা ভয়ানক বোকামি।
ক্যাটাগরি: মিনি কলাম
[sharethis-inline-buttons]