রবিবার সন্ধ্যা ৬:৫৭, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

৬৭১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও জেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে)এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বি এম মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আ’লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, মাহাবুবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেল, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক ও জেলা আ’লীগ, সদর উপজেলা আ’লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী নভেম্বর মাসের মধ্যেই থানা, উপজেলাসহ বিভিন্ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বর্ধিত সভায়।

নুরে আলম শাহ : ঠাকুরগাঁও প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি