শনিবার সকাল ১০:৪৩, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

রাত ১১টার পর মোটরসাইকেল চালানো যাবে না

৫৮৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণসহ অপরাধ প্রবণতা নিরসনে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় মটরসাইকেল চালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাত ১১টার পরে কুয়াকাটায় আগত পর্যটক ছাড়া ভাড়ায় চালিত সকল মটরবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ’র সভাপতিত্বে সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ উপ-পরিদর্শক হেলাল, মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুব আলম।এছাড়াও বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কুয়াকাটা পৌর শ্রমিকলীগের সভাপতি আব্বাস কাজী, সাধারণ সম্পাদক হাবিব হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন শ্রমিকলীগ আহ্বায়ক আব্দুল মালেক হাওলাদার, মহিপুর মটরসাইকেল চালক সমিতির সভাপতি তানিম আকন, বরহরপাড়ার সাংগঠনিক সম্পাদক মহসিন হাওলাদার প্রমুখ।

মটরসাইকেল চালকরদের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, হেলাল, তুহিন, স্বপন শিকদার, এমাদুল হাওলাদার প্রমুখ এসময় উপস্থি ছিলেন মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশ, সাংবাদিক আবুল হোসেন রাজু, জহির খান, মহিবুল্লাহ পাটোয়ারীসহ মহিপুর থানাস্থ দুই শতাধীক মটরবাইক চালক।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ তাঁর বক্তব্যে মটরসাইকেল চালকদের উদ্দেশ্যে বলেন, চালকদের বাধ্যতামূলক ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজপত্র ও হেলমেট ব্যবহার করতে হবে। ভাড়ায় চালিত প্রতিটি মটরবাইক চালককে নম্বরসহ আলাদা পোশাক পরিধান করতে হবে। মাদক সেবন ও বহনসহ অপরাধমূলক কর্মকান্ডের সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করে দেন।

আবির হোসাইন জসিম : স্পেশাল  করেসপন্ডেন্ট, দেশ দর্শন

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি