রবিবার রাত ২:১১, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

মাহীর ‘প্ল্যান-বি’ বিলাস

ফারুক ফেরদৌস

মাহী বি-রা মানুষের কাছে যাওয়ার কষ্ট স্বীকার করতে রাজি নন। গণমানুষকে সংগঠিত করার সদিচ্ছা বা সামর্থ্যও তাদের নেই। তাদের অভিলাষ হলো, গণসংগঠনগুলোকে ঘৃণার চোখে দেখবেন আবার তাদের শক্তির ওপর ভর করে তাদের ওপরই ছড়ি ঘোরাবেন।

মাহী বি চৌধুরীদের প্ল্যান বি হলো পরের ধনে পোদ্দারি করার একটা নির্লজ্জ পরিকল্পনা। তার একটা বক্তব্যে দেখলাম, তিনি বড় দলগুলোর সংগঠিত জনশক্তির সমালোচনা করেছেন। আবার সেই শক্তি ব্যবহার করে তিনি ক্ষমতায় যেতে চান।

গণতান্ত্রিক রাজনীতির মানেই হচ্ছে, গণমানুষকে সংগঠিত করে তাদের মাধ্যমে দেশ শাসন করার ব্যবস্থা করা। দেশের ভেতরে শাসকশ্রেণী তৈরি না হলে দেশের বাইরের শাসকশ্রেণীর হাতে দেশের শাসনক্ষমতা চলে যায়। তাই একটা অঞ্চল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য এই সংগঠিত জনশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠিত না হলে কোটি কোটি মানুষের কোনো শক্তি নেই, তাদের মতের কোনো মূল্য নেই।

মুসলিম লীগ না হলে পাকিস্তান হতো না। আওয়ামী লীগ না হলে বাংলাদেশ হতো না। আওয়ামী লীগের মরহুম প্রতিষ্ঠাতাদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা দরকার যে তারা আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী সংগঠন এই অঞ্চলে করে গেছেন। বিএনপি প্রতিষ্ঠার জন্য মরহুম জিয়ার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা দরকার।

মাহী বি-রা মানুষের কাছে যাওয়ার কষ্ট স্বীকার করতে রাজি নন। গণমানুষকে সংগঠিত করার সদিচ্ছা বা সামর্থ্যও তাদের নেই। তাদের অভিলাষ হলো, গণসংগঠনগুলোকে ঘৃণার চোখে দেখবেন আবার তাদের শক্তির ওপর ভর করে তাদের ওপরই ছড়ি ঘোরাবেন। এইসব সেলুকাস মার্কা নির্লজ্জ দুরভিসন্ধির কথা বলে হাত তালি পাওয়া বোধয় সব সম্ভবের দেশ বাংলাদেশেই সম্ভব।

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply