দেশ দর্শন ইতোমধ্যেই নাগরিক সাংবাদিকতায় ব্যাপক সাড়া ফেলেছে। সারাদেশ থেকে প্রচুর মেইল আসছে, নিউজ আসছে, প্রতিনিধিত্বের আবেদন আসছে।
নতুন ধারার সম্ভাবনাময় অনলাইন নিউজ পোর্টাল দেশ দর্শন এর ব্রাহ্মণবাড়িয়া অফিস এখন মওলা ভবনের ৪র্থ তলা থেকে ৩য় তলায় স্থানান্তরিত হয়েছে। অফিসে যাতায়াতকারী পাঠক, লেখক, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের সুবিধার বিষয়টি বিবেচনা করে আরেকটু বড় পরিসরে অফিস নেয়া হয়েছে এবং একতলা নীচে নামানো হয়েছে। আশা করা হচ্ছে, এতে দেশ দর্শনের কাজের গতি আরো বৃদ্ধি পাবে।
উল্লেখ্য যে, দেশ দর্শন ইতোমধ্যেই নাগরিক সাংবাদিকতায় ব্যাপক সাড়া ফেলেছে। সারাদেশ থেকে প্রচুর মেইল আসছে, নিউজ আসছে, প্রতিনিধিত্বের আবেদন আসছে। কিন্তু সম্পাদক এগুচ্ছেন ধীরে-সুস্থে, যেন দেশবাসীকে যোগ্য লেখক ও সাংবাদিক উপহার দিতে পারেন।
দেশ দর্শনে সারাদেশের সাধারণ নিউজগুলো প্রতিনিধিদের কাছ থেকে নেয়া হয় না। কারণ এতে প্রতিনিধিদের দায়িত্বশীলতা কমে যায় এবং অনেকেই লেখালেখি এবং সাংবাদিকতা শিখতে পারে না। তাই দেশ দর্শন তার প্রতিনিধিদেরকে একটি আইডি খোলে সরাসরি পোস্ট দেয়ার সুবিধা দিচ্ছে এবং নিয়মিত প্রতিনিধি ছাড়াও এ সুবিধাটি সবার জন্যই উন্মুক্ত রয়েছে।
বিস্তারিত জানতে পড়ুন- নাগরিক সাংবাদিকতায় আইডি খুলবেন কীভাবে
আরও পড়ুন- নাগরিক সাংবাদিকতায় লিখুন
ক্যাটাগরি: প্রধান খবর, শীর্ষ তিন
[sharethis-inline-buttons]