অার কত কাঁদবি কাঁদাবি
হে অবহেলিত বাঙালি?
হাজার বছর ধরে কেঁদে চলেছিস
ঘটনা রটনার বাঁকে অার ফাঁকে;
চকচকে মুদ্রার এপিঠ দেখে
ফিঙ্গের মত তিন লাফ দিস
ওপিঠ দেখার প্রয়োজন নাহি করিস!
খিদের জ্বালায় যতটা না জ্বলিস
রসনার জ্বালায় ঢের বেশি মরিস!
বিবেকের বদ্ধ ঘরে তালা মারিস
ভুঁইফোড় অসতকে নেতা মানিস!
কপালের দোষ দিয়ে শান্তনা খুঁজিস
যেই কপাল সেই মাথায় বুদ্ধি মাগিস!
পায়ের উপর পা তুলে সুখ সুখ ভাবিস
কল্পনার রঙিন ডানায় এগিয়ে গেছিস
অথচ হাজার বছর পিছনে অাছিস!
জেনেটিক পরিবর্তনে যদি কিছু পারিস
নতুন সম্ভাবনার জেনারেশন গড়ে তুলিস।
জেনেটিক জেনারেশন
মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ ১৬/০৯/২০১৯
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]