শনিবার সকাল ৯:৩৩, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

মানুষের জীবন আশ্রিত

শরীফ উদ্দীন রনি

মানুষের জীবনটা আসলে আশ্রিত। তাকে প্রতি মুহূর্তেই কিছু না কিছু একটাকে বা কাউকে আশ্রয় করে বাঁচতে হয়। যখন সে কোনো কিছুকে আশ্রয় করে বাঁচতে শেখে, তার স্বরূপ প্রকাশিত হওয়ার পর তার প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। তখন সে নতুন কিছুতে নিজেকে ‘উড়াতে’ চায়। কখনো নির্ধারিত সময়ে পেয়ে যায়। আবার কখনো কেবল আশা নিয়েই বাঁচতে হয় এবং শেষ মুহূর্তে চরম হতাশা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়।

যারা কাউকে আশ্রয় করে বাঁচতে শেখে, সেই আশ্রয়দাতা ব্যক্তিটিও কোনো না কোনো সময় আশ্রিত ব্যক্তির জীবন থেকে হারিয়ে যায় বা যেতে পারে। তখন নতুন কাউকে আপন করা খুবই কঠিন। মানুষ শত চেষ্টা করেও পুরনোকে ছাড়তে পারে না। কিছু বেদনাময় স্মৃতিকে ভুলতে পারে না। তাই বার বার পরম এক আশ্রয়ের অনুসন্ধান মানুষকে করতে হয়। কেউ পরমভাবে তার আশ্রয়দাতাকে সত্য সত্যই খুঁজে পেলে, তার জীবনে দুঃখ নামক শব্দটা থাকে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে সেই পরম আশ্রয়দাতা? যিনি কখনো হারিয়ে যাবেন না?

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

One response to “মানুষের জীবন আশ্রিত”

  1. লিজা আহমেদ says:

    খুব সুন্দর

Leave a Reply