রবিবার রাত ১:৪১, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

পুদিনা পাতার চা, পিউর রিফ্রেশনেস

মুফতি মনোয়ার হোসাইন

আমাদের আশপাশে যে উদ্ভিদ আছে, এগুলোও আমাদের কোনো না কোনো উপকার করে যাচ্ছে। ছবিতে যে চা-পাতা দেখতে পাচ্ছেন, এটা কোনো কোম্পানির নয়। টবে লাগানো পুদিনা পাতা তুলে এনে চা বানিয়ে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, মজাই আলাদা।

পুদিনা পাতার চা, পিউর রিফ্রেশনেস আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কত যে নিআমাত তার বান্দাকে দান করেছেন! ছবিতে যে সবুজ কালার চা দেখতে পাচ্ছেন, এটা নিজ হাতে তৈরি করে পান করেছি। বিকেলে একটা চা খাওয়া কোনো বিলাসিতা নয়। দুপুরে একটু কায়লুলা করে জামাতে নামায পড়ার পর এককাপ ধুমায়িত চা আপনার মুডকে চাঙ্গা করে দিতে পারে।
.
আমাদের আশপাশে যে উদ্ভিদ আছে, এগুলোও আমাদের কোনো না কোনো উপকার করে যাচ্ছে। ছবিতে যে চা-পাতা দেখতে পাচ্ছেন, এটা কোনো কোম্পানির নয়। টবে লাগানো পুদিনা পাতা তুলে এনে চা বানিয়ে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, মজাই আলাদা। উপকারের কথা শুনলে তো আপনি বিস্মিত হবেন। বলবো?
.
তখন তো আবার আমার কাছে এসে খেতে চাবেন। হোক, তবুও বলি। এই পাতার মধ্যে ক্যান্সার প্রতিরোধ, পেটের পীড়া প্রতিষেধক, সৌন্দর্য্য বর্ধন, মসৃন ত্বক পাবার মহা উপাদান আল্লাহ দিয়ে রেখেছেন। অনেকে ‘শক্তি বর্ধক’ বলে বর্ণনা করেছেন। তাই তো মক্কায় গিয়ে তায়েফে আবাদ করতে দেখেছি।

কি, আমার মতো খেতে মনে চায়? তাহলে আজই গাছ লাগান। খুব অল্প জায়গায়ই হয়। স্বাদ অসাধারণ। কম যত্নেই হয়। আর চা বানানোর রেসিপি ওটা আমার একান্ত। জানতে চাইলে শিখতে হবে। দাওয়াত। খাওয়ার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সব বলে দিলাম……..এটা খাওয়ার পর সৌন্দর্য্য বৃদ্ধি পেলে তার উপর দ্রুত আমল করুন, সামনে শীত!

ক্যাটাগরি: মিনি কলাম

ট্যাগ:

[sharethis-inline-buttons]

Leave a Reply