ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগকে ৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। গত রোববার সিভিল সার্জন কার্যালয়ে এ প্রদান অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকারের কাছে ব্যক্তিগত উদ্যোগে ৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন রাকিবা ইয়াসমিন। উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইজাহার আহমেদ খান, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোঃ ফারুক হোসেন, ডা: আফরিন নাজনীনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।
রাকিবা ইয়াসমিন ঠাকুরগাঁওয়ের প্রয়াত অধ্যাপক আবু ইয়াছিনের কন্যা। তিনি বলেন, ১টি সিলিন্ডার আমার মা রাহিমা খাতুন ও ২টি সিলিন্ডার নারায়নগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৪ ব্যাচ এর পক্ষ থেকে প্রদান করা হয়।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]