বৃহস্পতিবার রাত ১০:৩৫, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশ সুপারকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার জেলা পরিষদের

৩১৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও জেলা পুলিশকে করোনার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে জেলা পরিষদ। সোমবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশীর পক্ষ থেকে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন।

উপহার সামগ্রীগুলো গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে-মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক সাবান।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, করোনাকালে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।
এই দুঃসময়ে জেলা পুলিশের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও জেলা পুলিশের সেবামুলক কাজে জেলা পরিষদ পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও জেলা পরিষদের অফিস সহকারী চপন কুমার সরকারসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের স্বাস্থ্য সুরক্ষা উপহার পাওয়ার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, করোনার এই কঠিন পরিস্থিতির মধ্যেও জেলা পরিষদ আজ জেলা পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে। এজন্য ধন্যবাদ জানাই জেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্য সকলকে।
করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলেই করোনা মোকাবেলা করা সম্ভব। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি