ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে করোনা
মোকাবেলায় বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সোমবার পৌর শহরের সমবায় মার্কেটে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
জেলা পরিষদের আয়োজনে চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশীর নির্দেশনায় জনসাধারণের মাঝে উপকরণ বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন সদস্য মারুফ হোসেন,দেবাশীষ দত্ত সমীর, মহসেনা বেগম,সহকারী প্রকৌশলী জাকির হোসেনসহ জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।
পরে জেলার ৫টি উপজেলার ৫১টি ইউনিয়নে জনসাধারণের মাঝে বিতরণের জন্য ৪৭ হাজার ৮৩২টি মাস্ক, ৪৭ হাজার ৮৩৩টি সাবান, ৪ হাজার ৫শ টি হ্যান্ড স্যানেটাইজার ও ৪ হাজার ৫শটি হ্যান্ডওয়াস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরবর্তিতে সংশ্লিষ্ট উপজেলার সদস্যরা বিভিন্ন অফিস, আদালত, হাসপাতাল,মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থানে এ সকল উপকরণ বিতরণ করবেন।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]