শনিবার রাত ৮:১৬, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ অপরাধী ও ছিনতাইকারী আটক

৫২৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জন চিহৃিত অপরাধীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত থেকে সকাল এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকৃতরা হলেন, শহরের পশ্চিম মেড্ডার পাভেল (২৪), ঘাটুরার রুবেল (১৮), আপেল (৩২), আখাউড়ার দূর্গাপুরের বাপ্পি আহমেদ (২২), রাসেল (১৯), মধ্যপাড়া জুবলী রোডের হৃদয় হোসেন (২০), মানিক (২০), পাইকপাড়ার জুয়েল (২৮), মালিহাতার জসিম ওরফে সোহাস (২০), শিমরাইলকান্দির হৃদয় মিয়া (২০), জুয়েল (৩৩), সাকিব (২০), ভাদুঘরের রাজু আসলাম (২০) সানি (২৪), ঘাটুরার শামীম (২২), পূর্ব মেড্ডার ইউসুফ (২৪), রাকিব (২০) ও পুনিয়াউটের লিগানি (২৩)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, অভিযানে আটকরা সবাই চিহ্নিত অপরাধী। আটক সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। মামলা দিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি