রবিবার দুপুর ১২:২৯, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

৪০৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাষ্ট্রীয় মর্যাদায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় কুট্টাপাড়া খেলার মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদনের দাফনের আগে সরাইল থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি এডভোকেট মো. জিয়াউল হক মৃধা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম-আহবায়ক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী ইসমত আলী, ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট তানভীর হোসেন কাউছার, সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুর রহমান, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, সরাইল উপজেলা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল বাজার কমিটির সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন মোছন, মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূঁইয়া, সাবেক প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমটির সদস্য এডভোকেট জয়নাল উদ্দিন জয়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার, বিএনপি নেতা আজহার উদ্দিন ও মাধবপুর উপজেলার আদাবর ইউপির চেয়ারম্যান ফারুক পাঠান প্রমুখ।

প্রয়াত মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন দীর্ঘদিন শারীরিক অসুস্থতা জনিত কারণে মঙ্গলবার সকাল ৯ টায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের এই কৃতি সন্তান ১ পুত্র ও ২ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে সরাইলে শোকের ছায়া নেমে আসে।

শেখ মোঃ ইব্রাহীম: সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি