শনিবার রাত ৯:৪২, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

৩৫৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ আগস্ট নববধূ ফারজানা আক্তার মুমুকে (২৩) পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে স্বামী ইমতিয়াজ হোসেন। পরে পুলিশের ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ পরদিন সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে।

আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের স্বামী ইমতিয়াজ হোসেন ও তার সহযোগী আসাদ হোসেন। তাদের দুজনের বাড়ি জেলা শহরের মুন্সিপাড়া এলাকায়।

পরে ময়নাতদন্তের রিপোর্টের পরিপ্রেক্ষিতে সদর থানা পুলিশের এসআই নাজমুল হক বাদী হয়ে ২০১৩ সালের ২৩ অক্টোবর সহযোগী আসাদ হোসেনসহ দুজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।

অবশেষে বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার স্বামী ইমতিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড ও সহযোগী আসাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

ঠাকুরগাঁও থেকে: জাহিরুল ইসলাম 

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি