বৃহস্পতিবার বিকাল ৫:২০, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে জুটমিলের অগ্নিকাণ্ডে কোটি টাকার উৎপাদিত পণ্য ভষ্মীভূত

৮১০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বুধবার দুপুরে শহরের সেনুয়াপাড়া এলাকার সুপ্রিয় জুট মিলে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

সুপ্রিয় জুট মিলের সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান বাবলুর রহমান বাবলু জানান, মিলের কার্যক্রম ঠিক ভাবেই চলছিলো। দুপুরে হঠাৎ আমার কর্মচারীরা চিৎকার করলে জানতে পারি মিলের যে অংশে উৎপাদিত পণ্য রাখা হয় সেখানে আগুন ধরেছে। আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

যেহেতু পাট পণ্য তাই আগুনটাও খুব দ্রুত ছড়িয়েছে। ভষ্মীভুত হওয়া সবই উৎপাদিত পণ্য তাই ক্ষতির পরিমানটাও বড়। এ অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার পণ্য ক্ষতি হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক রফিকুজ্জামান জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।


যন্ত্রাংশের গোলযোগের কারনে অথবা বৈদ্যতিক গোলযোগের কারনেও এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটতে পারে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নির্ণয় করা যায়নি। সেইসঙ্গে ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি