শনিবার রাত ৮:০৮, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

আসুন আমল ভিত্তিক জীবন গঠন করি

৪৩৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কোনো কিছু শিখে যদি আমলে না আনি, বাস্তবরুপ না দেই, কিতাবের পাতায় বিদ্যাকে বন্দী করে রেখে দেই, জীবনের পাতায় না আনি তাহলে একসময় ভুলে যাওয়াটাই স্বাভাবিক।

এজন্যই নতুন কিছু শিখলে বা দেখলে যা আমলে আনার মত,তাহলে দ্রুত আমল করার মন মানসিকতা রাখলেই আশা করা যায় আমরা ভুলব না। ধরুণ সকাল সন্ধার দোয়াসমূহ অনেক কষ্ট করে হিফজ (মুখস্থ) করলাম, কিন্তু আমল করিনা তাহলে কালের আবর্তে সময়ের পরিবর্তনে দোয়াগুলো ভুলে যেতে হবে।প্রয়োযনের সময় বারবার স্মরণ করার চেষ্টা করলেও স্মরণ করা যাবে না।

এগুলো মুখস্থ রাখার একমাত্র মাধ্যম হচ্ছে প্রতিদিন আমল করা। তাই বলা যায়,
العلم شجرة ثمرها العمل ইলম (জ্ঞান ও বিদ্যা) একটি বৃক্ষ আমল তার ফল।l একটি প্রবাদ আছে,
العلم بلاعمل وبال ،والعمل بلا علم ضل
অর্থাৎ আমলহীন ইলম ক্ষতিকর আর ইলম ছাড়া আমলে ভ্রান্তি রয়েছে।

তাই উভয়ের সমন্বয় প্রয়োজন। হযরত ওয়াকী রহিমাহুল্লাহ বলেন
إذا اردت أن تحفظ الحديث فاعمل به.
তথা হাদিস মুখস্থ রাখতে হলে সে অনুযায়ী আমল কর।
মুহাদ্দিস ইবরাহীম বিন ইসমাঈল রহিমাহুল্লাহ বলেন
كنا نستعين على حفظ الحديث بالعمل
তথা আমরা আমল করে হাদিস মুখস্থ রাখার চেষ্টা করতাম।
আল্লাহ আমাদেরকে আমলে মনোযোগী হওয়ার তাওফিক দান করুন। ইলম অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমীন।
আশরাফুত তাওযীহ ১.৭৭

আব্দুল্লাহ ইদরীস: লেখক, সংবাদকর্মী

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি