রবিবার সকাল ৯:৩৪, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সরাইলে ৩৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার: গডফাদার গ্রেফতার

৩৮৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩৪৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছে মাদকের গডফাদার ও সম্রাট খ্যাত আক্তার হোসেন। শনিবার দিবাগত গভীর রাতে নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের আক্তারের বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়িউড়া গ্রামের আবদুল আহাদের ছেলে আক্তার। লোক চক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। স্থানীয় কিছু লোক ও দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক ব্যবসায়ীরা এসে আক্তারের বাড়ি থেকে মাদকের বড় বড় চালান ক্রয় করে নিত।

তারা আবার ওই গুলো বিভিন্ন কায়দায় গ্রাম-গঞ্জে বিক্রি করতো। কারবারিরা কাঁচা টাকার মালিক হলেও ধ্বংস হয়ে যাচ্ছে দেশের যুব সমাজ ও শিক্ষার্থীরা। আক্তারের মাদকের রাজত্ব দীর্ঘদিনের। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশ নিশ্চিত হয় আক্তার মাদকের একটি বড় চালান পার্টির কাছে বিক্রির প্রস্তুতি নিচ্ছে।

এর আগেই কর্মকর্তা ইনচার্জ (ওসি) আল-মামুন মুহাম্মদ নাজমুল আহমেদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, এস আই গৌতম চন্দ্র দে, এস আই শাহাদাৎ হোসেন ও এ এস আই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে আক্তারের বাড়ির আশপাশে অবস্থান নিয়েছিল। রাত দেড়টার পর পার্টিকে মাল দেওয়ার প্রস্তুতিকালে পুলিশ হাতেনাতে ধরে ফেলে আক্তারকে। পরে আক্তারের দেয়া তথ্য মতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মোট ৩৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এস আই শাহাদাৎ হোসেন বাদী হয়ে আক্তারের বিরূদ্ধে মাদকদ্রব্য নিন্ত্রণ আইনে মামলা করেছেন।

সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আল-মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, আক্তার ভদ্রতার মুখোশ পড়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে মাদকের গডফাদার। দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করাই তার ব্যবসা।

: স্টাফ রিপোর্টার

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি