শনিবার সকাল ১০:১৭, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৪ ইং

সর্বনাশী মহামারী: সুলতানা বেগম

৬২২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কবিতা

দিনগুলো কাটছে কেমন?
মেঘে ঢাকা তারা যে-ম-ন।

আশায় আশায় প্রহর কাটে
আঁধার কবে যাবে কেটে?

রাতের পরে দিন আসে
দিনের পরে আসে রাত।

কাটছে দিন দুর্গোম সময়ের
বুঝিনা রাত দিনের তফাৎ।

চার দেওয়ালে বন্দী জীবন
সেচ্ছায় চলছে যেন কারাবাস।

মুক্ত হয়ে ঘুরতে গেলে
জুটবে কপালে চরম সর্বনাশ।

আতংকে কাটছে সবার নিশিদিন
সর্বনাশী মহামারী রবে কতদিন?

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি