শুক্রবার সকাল ১০:৩৩, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে কাপড়, জুতা, কসমেটিকস রেডিমেড কাপড়ের দোকান পুনঃ চালু

৪৫৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বুধবার (২৭ মে) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ব্যবসা প্রতিষ্ঠান চালুর ব্যাপারে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আগামীকাল(২৮মে) বৃহস্পতিবার থেকে কাপড়, জুতা, কসমেটিকস এবং রেডিমেড কাপড়ের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।


আরো উল্লেখ্য থাকে যে,ঠাকুরগাঁওয়ে সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম)অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জনাব মনিরুজ্জামান জুয়েল, ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ী কল্যান সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন ও কার্যনির্বাহী সদস্য সন্তোষ কুমার আগরওয়াল উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সকলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং করোনাভাইরাস বিষয়ে একে অপরকে সহযোগিতার জন্য অভিনন্দন জানান ও আগামীতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করায় জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিমকে ধন্যবাদ জানান ব্যবসায়ী সংগঠন গুলোর নেতৃবৃন্দ।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি