বৃহস্পতিবার রাত ১১:০৪, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

পাঁচবিবিতে ৬ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

৪৬৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জিনাইল গুচ্ছগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই তা ছড়িয়ে পরে আশপাশের আরো ছয়টি বাড়িতে। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিনাইল গুচ্ছগ্রামের আনিছুর রহমানের স্ত্রী কবিতা সুলতানা তার ঘরে থাকা গ্যাস সিলিন্ডার আকস্মাৎ বিস্ফোরিত হয়ে আগুন বৈদ্যতিক তারে লাগলে মুহুর্তের মধ্যে পাশের আরো ৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। এসময় সবাই ঘর থেকে বেরিয়ে পড়ায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও মমতাজ বেগম, খায়রন বিবি, জামাত আলী, সেলিনা, আমিরুলসহ ৬ পরিবারের ঘরের চালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ছাই হয়ে গেছে তাদের স্বপ্ন।

খবর পেয়ে রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হবু ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ২ হাজার টাকা ও ১ সপ্তাহের চাল,ডাল আলুসহ খাদ্য সামগ্রী পৌছে দেন।

শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি