বৃহস্পতিবার রাত ১১:৫৯, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইলে করোনায় আক্রান্ত রোগী সনাক্ত ৮

৩৫০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এ পর্যন্ত মোট ৮ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপর ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, সর্বপ্রথম সরাইল উপজেলায় করোনা রোগী সনাক্ত হয়েছিলেন উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আবুল হোসেন মিয়ার স্ত্রী শামীমা আক্তার। ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যধি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন।

পরবর্তীতে করোনা রোগী সনাক্ত হোন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর পালপাড়া এলাকার সৌরভ পাল, আপন দাস ও শামীমা খাতুন, উপজেলার সদর ইউনিয়নের দেওয়ান হাবলী এলাকার সামসুল আলমের স্ত্রী হাসনা খাতুন, সদর ইউনিয়নের জিলুকদারপাড়া এলাকার অবসর প্রাপ্ত সৈনিক জিতু মিয়া। সর্বশেষ বুধবার জিতু মিয়ার স্ত্রী ও শ্যালকের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি