বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৫৩, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

কর্মহীন দরিদ্রদের পাশে এমপি শিউলি আজাদ

৫৩৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

করোনা সংকট মোকাবেলা গরীব, দুস্থ,অসহায় ও নিম্ন আয়ের লোকজনের মাঝে ভোগ্যপণ্য বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ সংরক্ষিত মহিলা আসনের এমপি ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।

শুক্রবার (০৩-০৪-২০২০ইং) বিকেলে চুন্টা,পাকশিমুল, অরুয়াইল এলাকার কর্মহীন জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। জানা যায়,নিজ উদ্যোগ থেকে নিম্ন আয়ের মানুষের মধ্যে পাঁচ কেজি চাল,এক কেজি ডাল, এক কেজি তেল,এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কালে এ নারী সংসদ সদস্য সকলের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, এই দূর্যোগের সময়ে মানুষের পাশে থাকতে। আমাদের এ অবস্থা থেকে বাঁচতে হলে সরকারের সকল নিয়ম-নীতি মেনে চলতে হবে। আমি চাই এলাকার মানুষ সকলেই সুরক্ষিত থাকুক। তিনি এ সময় আরো বলেন, আমি এলাকার মানুষের পাশে ছিলাম এবং সব সময় থাকবো ইন্শাআল্লাহ। পরিশেষে, সকলকে আহবান করে বলেন, আমি বিশ্বাস করি, আপনারা যার যার অবস্থান থেকে সকলেই এলাকার কর্মহীন দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবেন।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি