রবিবার রাত ৯:১৭, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

শিক্ষিত মেয়েদের ক্যারিয়ার গঠন

৭৪০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বর্তমানে শিক্ষাব্যবস্থা থেকে তেমন কিছু নেওয়ার নেই, কেবল সার্টিফিকেটটুকু ছাড়া। সুতরাং আজকের মেয়েদের উচিত হবে, কথিত উচ্চশিক্ষার পেছনে দৌড়ে নিজের ফুলের মতো সুন্দর একমাত্র জীবনটাকে ধ্বংস না করে বরং ক্লাস এইট বা টেন পর্যন্ত পড়েই জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া।

অবশ্য সহজভাবে যদি কেউ আই.এ, বি.এ বা অনার্স-মাস্টার্স করতে পারে বা করে ফেলে, তাতেও তেমন কোনো সমস্যা নেই। যদি এর উপরই সে সন্তুষ্ট থাকতে পারে এবং এর উপর ভিত্তি করেই নিজের মেধা বিকাশের সুন্দর একটি ক্যারিয়ার সাজাতে পারে।

মনে রাখতে হবে,  মানুষের চাহিদা অসীম। এই অসীম চাহিদা যদি কথিত শিক্ষা,  উচ্চশিক্ষা বা অর্থ ও কথিত সম্মানের পেছনে প্রয়োগ হয়, তাহলে এটা এক মারাত্মক সমস্যা। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে এই অসীম চাহিদাটা প্রয়োগ হলে এটা বহু সমস্যার সমাধান।

শিক্ষাজীবন শেষে একজন শিক্ষিত মেয়ে যথাসম্ভব তার বাড়িতে,  গ্রামে অথবা সুবিধাজনক কোথাও গরিব-অসহায় মেয়েদের শিক্ষাদানের কাজে লেগে যাবে। পাশাপাশি সুযোগ পেলে কম্পিউটার শিক্ষা,  লেখালেখি, সাংবাদিকতা ইত্যাদি কাজে আংশিক সময় দেবে।

অন্য একটা শিক্ষামূলক কাজে খণ্ডকালীন সময় দেয়া এবং নিজস্ব একটা শিক্ষা পরিবেশ গড়ে তোলা একজন মেয়ের জীবনে অনেক কিছু।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি