শনিবার রাত ৮:২৬, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

মৌলভীবাজারে কোয়ারেন্টাইন লঙ্ঘনের অপরাধে তিনজনকে অর্থদণ্ড

৯৪৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মৌলভীবাজারে কোয়ারেন্টাইন লঙ্ঘনের অপরাধে মৌলভীবাজারে তিন জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন।তিনি জানান, শাস্তিপ্রাপ্তরা যেন হয়রানির শিকার না হন তাই নাম ও পরিচয় আমরা গোপন করছি। তিন জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মৌলভীবাজারে জেলায় এ পর্যন্ত ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উনারা বেশির ভাগই বিদেশ ফেরত। কয়েকজন উনাদের নিকট আত্মীয় ও রয়েছেন যারা উনাদের সংস্পর্শে ছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, আমরা মানুষকে সচেতন করতে কাজ করছি।
আমরা সংবাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, কাজ ছাড়া বাইরে বের হবেন না, ভিড় এড়িয়ে চলুন। করোনা প্রতিরোধ সরকারী নির্দেশনা মেনে চলুন। এবিষয়ে জেলা প্রশাসক নাজিয়া শিরিন নিশ্চিত করে বলেন, সরকার ঘোষিত কোয়ারেন্টাইন লঙ্ঘনের অপরাধে ৩ জনকে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। দয়া করে কেউ কোয়ারান্টাইন লঙ্ঘন করবেন না।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি