শনিবার রাত ১১:১৪, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

মৌলভীবাজারে আইজিপি’র দেয়া ১৩টি গাড়ি বিভিন্ন থানায় হস্তান্তর

৭৭৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে মৌলভীবাজারে আইজিপি’র দেয়া ১৩টি গাড়ি বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৬মার্চ) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গাড়িগুলো হস্তান্তর করা হয়।

সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল) আশরাফুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ পুলিশের উর্ধ্বোতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রাপ্ত ১টি জিপ, ৪টি ডাবল কেবিন পিকআপ, ১টি মাইক্রোবাস ও ৭টি মোটর সাইকেলসহ মোট ১৩ টি যানবাহন সরবরাহ করা হয়। গাড়িগুলি সদর থানা, কুলাউড়া থানা ও শ্রীমঙ্গল থানাকে দেয়া হয়েছে এবং মোটর সাইকেলগুলো ট্রাফিক বিভাগ ও সদর থানায় দেয়া হয়।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি