রবিবার সকাল ৯:৩৩, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

আমাদের অস্থিরতা

৭০৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মাইনে পান ‘স্যার’ ত্রিশ হাজার
‘স্যারের’আরো টাকা চাই।
বিদ্যা বেচে পকেট ভরে
টাকা’স্যার’ করছেন কামাই।
শিক্ষা হলো বাণিজ্য
জ্ঞানচর্চার বালাই নাই।
টাকার মোহে শিক্ষার্থীরা
পাখনা মেলে উড়ছে তাই।
অস্থিরতা করছে বিরাজ
অন্তর থেকে অন্তরে।
নেশার ঘোরে ছেলে-মেয়ে
মা-বাবাকে খুন করে।
চাকুরীজীবির মাইনেটা
হয়ে গেছে ভীষণ কম।
মাস শেষে টানতে চান
বুকটা ভরে লাখের দম।
লাখ টাকা তো মাইনে নেই
কী যে হবে উপায় তার!
শক্ত করে গিঁট বাঁধেন
‘লাল সাহেবের’ ফাইলটার।
বড়ো খরচ ডাক্তার হতে
হাজার টাকা ভিজিট তাই।
লাখের কোঠা পূর্ণ করতে
শ’খানেক তার রুগী চাই। (দৈনিক)
গরীব রুগী খুব বিপাকে
ভিজিট হলে ওষুধ নাই।
রোগের আগুন জীবনটাকে
তিলে তিলে করছে ছাই।
ব্যবসায়ীরা তাল মিলিয়ে
দামটা বসান লাগাম ছেঁড়া।
পেটমোটারাই মোটা হয়
মরা গরীব আরো মরা।
এই যদি হয় পরিস্থিতি
অস্থিরতা সবার মনে।
শান্তির খুঁজে ঘুরলেই আর
শান্তি পাবো কোনখানে?
ভাঙতে হবে ধনের মোহ
‘জ্ঞানচর্চা’ করা চাই।
‘সত্যজ্ঞানের’ আলো ছাড়া
শান্তি পাওয়ার উপায় নাই

 

তোফায়েল আহমদ

২১/০৩/২০

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি