শনিবার রাত ১০:৪২, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

ভুয়া সাংবাদিক জিন্দাবাদ

৫০৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

সাংবাদিকরা আদৌ কি সমাজের দর্পন।যাদের কলমে অপহৃত তরুনীর চৌদ্দ গুষ্টির পরিচয় উঠে আসে। 

কিন্তু! উঠে আসে না সশস্ত্র অপহরণকারী জঙ্গী সন্ত্রাসীর বাবার নাম!

#আজ যদি অন্যকারো সন্তান দ্বারা এমন ঘটনা সংগঠিত হত আপনারা তো তার ১৪ নয়, ২৮ গোষ্ঠির খুটিনাটি কথা তুলে ধরে তার পুরো পরিবারকে নেংটা করে দিতেন।
সেই আপনারা জামিয়া ইউনুছিয়ার সংবাদ বর্জন করলে আশ্চর্য হওয়ার কিছুই থাকে না।

কারণ ভাল কিছুকে সুন্দর করে উপস্থাপন করার মত শক্তি আপনাদের কলমে আছে বলে মনে করি না।

কারন! এই শহরের অনেক কিছুই আপনারা অন্ধের মত পেড়িয়ে যেতে দিয়েছেন। একই সন্ত্রাসী যখন মাদক ও অস্ত্র নিয়ে আখাউড়া থানায় গ্রেপ্তার হয়েছিল!

তখন ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে যুক্ত কারো কলম থেকে সন্ত্রাসীর বাবার না পাইনি এই জেলার মানুষ৷

তবে তখনো যাদের কলম থেকে সত্য জানতে পেরেছে এই শহরের মানুষ তারাই আপনাদের চোখে ভুয়া সাংবাদিক !

#তবে_জাবেদ রহিম বিজন ভাইয়ের কথা না বললেই নয়। যার কলম থেকে মাঝে মাঝে কিছু অনুসন্ধানী সংবাদ এই শহরের মানুষ পেয়ে থাকে।

আর কিছু আমরা পেয়ে থাকি জামিয়া ও হেফাজত ইসলামের সংবাদ বর্জনকারী সাংবাদিকদের চোখে শহরে যারা ভূয়া সাংবাদিক তাদের কলম থেকে ,,,,,
প্রেসক্লাবের ভাষায় ভুয়া সাংবাদিকেরা এই শহরে না থাকলে আরো অনেক কিছুই আমাদের অদেখা থেকে যেত।

সুতরাং আমি বলতেই পারি ভূয়া সাংবাদিক জিন্দাবাদ।

লেখক–
মোঃ মাহফুজুর রহমান পুষ্প
সিনিয়র সহ সভাপতি
জাতীয় লেখক পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

Some text

ক্যাটাগরি: সমকালীন ভাবনা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি