শনিবার রাত ৮:৩০, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিশ্ব ভালোবাসা দিবস

৫৮২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

১৪ ই ফেব্রুয়ারি

তাই মেয়েরা পরবে হলুদ শাড়ি !
আর ছেলেরা পরবে স্মার্ট ঘড়ি।
পার্কে যাবে তারাতারি,
কত রঙ্গের ফুলের ছড়াছড়ি!
ছেলে ও মেয়ের জড়াজড়ি।

চা,কফির কাড়াকাড়ি-
হালকা হালকা বাড়াবাড়ি।
মাঝে মধ্যে আড়াআড়ি-
বেশি হলে মারামারি।

কিছুক্ষণ পর ছাড়াছাড়ি!
ছেকা খেয়ে ছেলেরা টানবে আবুল বিড়ি।
ওপায় না পেয়ে কিছু মেয়েরা দিবে গলায় দড়ি।
এরই নাম বিশ্ব ভালোবাসা দিবস ১৪ই ফেব্রুয়ারি।

ফাল্গুনের মাসকে করছে অসম্মান
বাসন্তীকে ভুলেই গিয়ে, ভালোবাসা দিবসের দিল মান!
আজ করেছে ভালোবাসা দিবসে নানা পাপ
যাহার ফলেতে সৃষ্টি হচ্ছে অরাজকীয় ভাব।

তাই আমার মত ভালো ছেলে যারা
সরে পর এই পাপপূর্ণ দিবসের সকল কাজ থেকে তারাতারি।
দরকার নাই এই অশ্লীলতাপূর্ণ ১৪ই ফেব্রুয়ারি।

গঠন কর প্রত্যেক এলাকায় সিঙ্গেল কমিটি
রুখতে হবে কপোত-কপোতীর পিরিতি।
সমাজ হবে সুস্থ সবল
কায়েম হবে কুরআন সুন্নাহর প্রত্যেক এলাকায় আলোকিত মুসলিম দল।

লেখক ও তরুণ কবি গোলাম কিবরিয়া,অধ্যয়ণত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি