শনিবার রাত ৮:১০, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

আহলে সুন্নাত ওয়াল জামায়াত

৬৮৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আহলে সুন্নাত ওয়াল জামায়াত

 

ওয়াহাবী সুন্নী নিয়ে আছে বিতর্ক
সব কিছুতেই লাগে দু’দল তর্ক।
সুযোগ মতো বিধর্মীরা দেয় কুমন্ত্রণা
হজুগে বাঙ্গালী পায় মারামারির যন্ত্রনা।

হুজুর, আলেম করে শুধু গীবত
ওয়াজ নছিহত ভুলে গিয়ে কটাক্ষে করে ব্রত।
আম জনতা ভাসছে সঠিক পথ না পাওয়ার সায়রে
অজ্ঞ আর জ্ঞানপাপীরা কুমন্ত্রণায় ডুবছে মিথ্যার সাদরে।

ভন্ড আর বিধাতিরা নামছে এখন মাঠে
স্বপ্ন তাদের রাসূলের শান নষ্ট করার পাঠে।
হুংকার আর ভয় দেখিয়ে পারবে না থামাতে
আহলে সুন্নাত ওয়াল জামায়াত আছে সর্বক্ষেত্রে।

নবী,ওলী দুশমনি’রা পাবে না ছাড়
আল্লাহর দরবারে দিতে হবে জবাবদিহির ভাড়।
মিলাদ কিয়াম মানলে তুমি সুন্নী
না মানিলে তুমি নম্বর ওয়ান চুন্নী।

ইদে মিলাদুন নবী পালন করে আশেকে রাসূলরা
এর তীব্র বিরোধিতা করে মুনাফিকরা।
গায়ে ধরে ভীষণ জ্বালা
আশেকে রাসূলরা পায় শান্তির মালা।

কিছু কিছু বক্তার নামের তক্তরা করে রাসূলের কটাক্ষ
ইমান আমল বরবাদ এটাই তাদের পরিচয় মূর্খ্য।
রাসূল এর শানে করে আজাইরা বিয়াদ্দবী
যাহার জবাব দেয় আহলে সুন্নাত এর আকিদায় বিশ্বাসীরা।

আবু জাহেল নমরুদ ফেরাউন আছে যুগে যুগে
সময় থাকতে ইমান আমল বাঁচাও রুখে রুখে।
কুরআন সুন্নাহ পড় আগে নিজে
তারপরে তে নবী অলী বিদ্বেষীদের জন্য কর বহাস তাদের মাঝে।

এভাবেই পাবে আম জনতা
সত্য সুন্দর আর সঠিক পথের মৌনতা।
সবাই পাবে আহলে সু্ন্নাত এর আকিদা
কাল হাশরে মুক্তি পেয়ে হয়ে যাবে জান্নাতী পেয়াদা।

রচনাকাল:২৩.০১.২০২০ খ্রিস্টাব্দ।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি