রবিবার দুপুর ১২:২২, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

সবাইকে শুভ ইংরেজি নববর্ষ ২০২০ এর শুভেচ্ছা 

১১৫৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন । আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের,নতুন দিনের । নতুন কিছু পাবার , দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা। তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই,সপ্ন দেখি নতুন দিনের । এভাবে প্রত্যয়,আশা,ভালবাসা,আবেগ,অনুভূতি,মান,অভিমান,শংশয়,দুঃখ,বেদনা,ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাচতে হবে আমার,আপনার,আমাদের সবাইকে। সমস্যা থাকতেই পারে তাই বলে থেমে গেলে চলবেনা কারন আমাদের যেতে হবে অনেক দূরে… এই প্রত্যাশা নিয়ে আবারও সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা। শুভ হোক ইংরেজি নববর্ষ ২০২০।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি