শনিবার রাত ১১:১৬, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

সিত্তুল মুনা সিদ্দিকার কবিতা : শুকনো পাতা

৫৮৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ভরা গাঙে ভাসাই তারে
চলে অতীত ভুলে!
আমোঘ নিয়ম নেইতো জানা,
ফিরবে নাতো কূলে!
শুকনো পাতা মাঝ পথে তাই
দুলছে আপন মনে,
অকুল পাথার যাপিত জীবন
ভ্রান্তি ক্ষণে ক্ষণে ।
দিবাবসান অশ্রু জলেই
পায় না খুঁজে কূল।
অবয়বটার প্রতি কোষে
ছিল শত ভুল।
অহম লাগা বাতাস নিয়ে
এগিয়ে গেছে হায়!
বৃষ্টি এলে ভিজে পাতা,
ডুবিয়ে দিয়ে যায়।

সিত্তুল মুনা সিদ্দিকা : কবি ও শিক্ষিকা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি