শুক্রবার রাত ১:০৩, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া ওলামা লীগের সভাপতি অস্ত্র ও মাদকসহ আটক

৮০৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রাম থেকে অস্ত্র ও মাদকসহ জেলা ওলামা লীগের সভাপতি মনিরুজ্জামান এবং তার সহযোগী মাসুদ উল্লাহকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। মঙ্গলবার রাত আনুমানিক রাত ১০টায় শহরের ভাদুঘর ফাটা পুকুরপাড় হাইস্কুল সংলগ্ন গ্লোবাল ভিশন ট্রাভেলস নামক একটি ভূয়া প্রতিষ্ঠান থেকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের হোসেনের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

এ বিষয়ে এনএসআই এর উপপরিচালক মো. আবু নাহিয়ান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যোবায়ের হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভাদুঘর এলাকায় মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় ছোরা, দুটি কিরিজ, দুইটি রামদাসহ বেশকিছু মাদকদ্রব্য এবং মাদকের খালি বোতল উদ্ধার করা হয়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যম থেকে প্রাপ্ত

 

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি