শনিবার সন্ধ্যা ৭:৫৯, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া কলেজ পাড়ায় ড্রেনের ঢাকনা নেই, ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা

৬৮৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
ব্রাহ্মণবাড়িয়া সদরের কলেজ পাড়ায় ড্রেনের ঢাকনা নেই, ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা।
ব্রাহ্মণবাড়িয়া সদরের কলেজ পাড়া গুরুত্বপূর্ণ একটি এলাকা। কলেজ পাড়ায় রয়েছে দু’টি সরকারি কলেজ, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কোচিং সেন্টার। ফলে সকাল থেকে রাত অবধি- শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের পদচারণায় মুখরিত থাকে কলেজ পাড়া।
আজ বিকেলে(২৭ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু দূর পর পর ড্রেনের ঢাকনা নেই।  ঢাকনা না থাকায় ময়লা-আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। নষ্ট করছে পরিবেশের ভারসাম্যতা।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা দিনে কোনোভাবে চলাচল করলেও রাতে চলাচল করতে খুব ভয় লাগে।  সবার মনে আতঙ্ক থাকে না জানি কোন সময় ড্রেনে পড়ে যায়!
কর্তৃপক্ষের কাছে  শিক্ষার্থীদের দাবি- দ্রুত ড্রেনের ঢাকনার ব্যবস্থা করে সুস্থ সাভাবিক অবস্থা ফিরিয়ে আনার।
জুনায়েদ আহমেদ:: শিক্ষার্থী

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি