রবিবার দুপুর ১২:৩৩, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

পদ্য- প্রতিবাদ চাই

৫৫৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

প্রতিবাদ চাই এইসব কাজের
কেমন অভিনয়!
এগুলো কি কৌতুক বলে
সমাজ অবক্ষয়।
অশ্লীলতায় জর্জরিত
এমন দৃশ্য ভাই’রে,
এমন কৌতুক বন্ধ হোক ভাই
সেটাই সবাই চাই’রে।
এটা শুধু নই’তো ভাইয়া
অারো অনেক অাছে,
মূর্খ লোকের মূর্খ কাজে
সমাজ যাচ্ছে পাছে।
নগ্নতা কি কৌতুক বলে
যেটা বাচ্চাও দেখে,
বাচ্চার বাবার ফোনটা নিয়ে
ছোট্ট শিশুও শেখে।
প্রতিবাদ তাই করতে হবে
জাগো ফেসবুকবাসী,
এমন কৌতুক দেখে যেন
অামরা না ভাই হাসি।
এটাও একটা সাইবার ক্রাইম
অামার মনে হয়,
এমন কৌতুক অভিনয়টা
কারো কাম্য নয়।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি