বৃহস্পতিবার বিকাল ৫:৩৫, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জ

২৪৪৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কিশোরগঞ্জ সদরে নরসুন্দা  নদী ঘেঁষে  উপস্থিত ঐতিহাসিক  পাগলা মসজিদ যা বর্তমান তিন তলা ভবন বিশিষ্ট  এক পাশে নদী আর বাকি পাশ গুলোতে সবুজ শ্যামল ঘেরা প্রাকৃতিক প্রতিচ্ছায়।

পূর্বে  ঘটনা জানা যায় যে, নরসুন্দা নদী ঘেষে  আল্লাহর খুৎরদে বালি ক্ণা ধারায়  মসজিদ আকৃতি দারণ করে।

লোকজন  এই কান্ড দেখে এখানে ছোট করে মসজিদ স্থাপন করে।পাগলা মসজিদ নামকরণ আসে, এক আল্লহার বান্দা এই জায়গায় আল্লার ধ্যানে মগ্ন থাকতো বলে। তবে এই ঘটনা বহু লোকে নানা রকম ঘটনা বলে থাকে।

কিশোরগঞ্জে এই মসজিদদ বিখ্যাত  হওয়ার কারণ হলো বিপদ-আপদ বালামুসিবত দোয়া ও দান খয়রাতির মাধ্যমে দূর হয় বলে , এখানে দূর দুরান্ত থেকে মানুষ এসে নামাজ আদায় করে প্রভুর কাছে মন খোলে প্রার্থনা করে।

মাহমুদ নাঈম—-কিশোরগঞ্জ সদর খিলপাড়া

Some text

ক্যাটাগরি: দর্শন, স্মৃতিচারণ

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি