শুক্রবার সকাল ৮:০৩, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

প্রতিবেশি মাদকাসক্ত যুবকের হামলায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সেক্রেটারী সহ দুইজন আহত; আটক-১

৫০০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

প্রতিবেশি মাদকাসক্ত যুবকের হামলায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সেক্রেটারী ও এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু (৪৩) গুরুতর আহত হয়েছেন।এসময় তাকে বাঁচাতে গিয়ে সাদেকুল ইসলাম সাদেক (৪২) নামে তার এক বন্ধুও জখম হন।

রবিবার (১৮ আগষ্ট) বিকেল ৩টার দিকে শহরের বাজারপাড়া এলাকায় প্রেসক্লাব সেক্রেটারীর নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান (পিপিএম-সেবা)।

এ ঘটনায় পুলিশ শহরের হলপাড়া এলাকার প্রয়াত নজরুল ইসলামের মাদকাসক্ত ছেলে আবু সাঈদ বাপ্পিকে (৪৭) আটক করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক লুৎফর রহমান মিঠু বলেন, দুপুরে কাজ শেষ করে মোটরসাইকেলে করে বন্ধু সাদেকুল ইসলাম সাদেককে নিয়ে বাড়িতে ফিরছিলাম। এসময় বাড়ির দরজার সামনে আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে ও মাদকাসক্ত যুবক আবু সাঈদ বাপ্পি আকষ্মিকভাবে ধারালো চাপাতি নিয়ে আমার উপর হামলা চালায়। তাকে প্রতিরোধ করতে গেলে সে আমার কপালে ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে জখম করে। এসময় বন্ধু সাদেক বাঁধা দিলে তাকেও কুপিয়ে জখম করে বখাটে বাপ্পি।

পরে স্থানীয় লোকজন সাংবাদিক মিঠু ও তার বন্ধু সাদেককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসক মো: শিহাব বলেন, আহত সাংবাদিক মিঠুর কপালের ক্ষতস্থানে ৮টি সেলাই দেয়া হয়েছে ও তার বন্ধু সাদেকের হাতে আঙ্গুলে ৩টি সেলাই দেয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বখাটে আবু সাঈদ বাপ্পিকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান মিঠুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,
অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার জনার্দন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউর রহমান বকুলসহ জেলার সকল সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
 নুরেঅালম শাহ : ঠাকুরগাঁও

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি