শনিবার রাত ১০:৪৫, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

সিত্তুল মুনা সিদ্দিকার অসাধারণ কবিতা- “পাপ”

৬২২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পাপ যত বেড়ে চলে

হুঁশ আর থাকে না,

বড় বড় পদে বসে

সম্মান রাখে না।

লোভে ঘুরে মাথা যত

ঘুম আর আসে না,

টাকাকড়ি বোঝা করে

ঘরে তা রাখে না।

ঘুষ মোহে নেই হুঁশ,

স্থির নেই মনটা,

রোগ শোক বাসা বাঁধে

একাকী ক্ষণটা!

দিন যায় রাত আসে

লোভাতুর প্রাণটা,

নীতি কথা জলে যাক

শোনে-না কানটা।

বিবেকের দরজাটা

তালা দিয়ে রাখা কি?

দেখে-শুনে সবকিছু,

রয়েসয়ে থাকা কী!

অসময় এলে পরে,

মেলে কারো দেখা কি?

অতি পাপে পাপী হয়ে,

বোঝা বয় একাকী!

 

সিত্তুল মুনা সিদ্দিকা : শিক্ষিকা, কবি

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি