শুক্রবার সকাল ৭:৩০, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত প্রায় ২৫

৬১৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বৃহস্পতিবার (২২ শে আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর মন্ডলপাড়া এলাকায় দুই বাসের সংঘর্ষে গাড়ি চালকসহ নিহত হয়েছে ৪ জন ও আহত হয়েছে প্রায় ২৫ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে রাজু পরিবহন ও সোনার বাংলা নামক বাস দুইটি পঞ্চগড় যাওয়ার সময় সালন্দর মন্ডলপাড়ায় রাজু পরিবহন বাসটি থামলে পিছনে থাকা সোনার বাংলা বাসটি ধাক্কা দিলে রাজু পরিবহন গাড়িটি পাল্টি খেয়ে ঘটনা স্থলেই ২ জন মারা যায়।পরে খবর পেয়ে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যায়।নিহতরা→ হলেন, রাজু পরিবহনের চালক বাবুল, অগ্রণী ব্যাংক মুন্সিরহাট শাখার কর্মকর্তা কামরুজ্জামান ও নারগুন এলাকার আবুল কালাম আজাদ।আহতদের নাম ও ঠিকানা এখনো পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার এস আই ফিরোজা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে এসে আহত প্রায় ১৫ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেছি এবং ঘটনা স্থলেই দুই জন মারা যায় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জন মারা গেছে বলে জানা গেছে।

নুরে আলম শাহ : ঠাকুরগাঁও

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি